Crime & Punishment, No 15 - Barrister Aminul Haque

Barrister Aminul Haque

যাযাদি রিপোর্ট
দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের ১০ বছরের জেল হয়েছে। এছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরো ছয় মাস জেল এবং অবৈধভাবে অর্জিত ৬৬ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেয়া হয়েছে। গতকাল সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত ৬-এর বিচারক তানজীনা ইসমাইল দুর্নীতি দমন কমিশনের করা এ মামলার রায় ঘোষণা করেন। আসামি ব্যারিস্টার আমিনুল হক পলাতক। রায়ে বিচারক উলেস্নখ করেন, আসামির গ্রেফতার বা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে। এর আগে জেএমবির জঙ্গিদের মদদ দেয়ার অভিযোগে একটি মামলায় ব্যারিস্টার আমিনুল হকের সাড়ে ৬১ বছর জেল হয়। রায়ে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ধারা অনুযায়ী সম্পদের হিসাব গোপন করার অপরাধে তিন বছরের সশ্রম কারাদ- ও একই আইনের ২৭(২) ধারা অনুযায়ী অবৈধভাবে সম্পদ অর্জনের অপরাধে সাত বছরের সশ্রম কারাদ- ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা না দিলে তাকে আরো ছয় মাস অতিরিক্ত কারাভোগ করতে হবে। এছাড়া তার অবৈধভাবে অর্জিত ৬৬ লাখ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়।

সূত্র: http://www.jaijaidin.com/details.php?nid=70843

Barrister Aminul Haque