বাংলাদেশে বিডিআর বিদ্রোহের প্রেক্ষাপটে ভারতের বিমান বাহিনী এ্যাকশনের জন্য প্রস্তুত

Submitted by Visitor (not verified) on Friday, March 27, 2009

ভারতের বিমান বাহিনীকে বাংলাদেশের বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনার প্রেক্ষাপটে সম্ভাব্য মানবিক ও অন্যান্য সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে। ভারতের বিমান বাহিনীর পরিবহন বিমান ঘাঁটিগুলোতে আই-এল হেভী লিফট ও এ এন মিডিয়াম লিফট বিমানগুলোকে নির্দেশ পাওয়া মাত্র সহায়তা দিতে প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ সরকার সাহায্য চাইলেই এ ধরনের সহায়তা দেয়া হবে বলে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। একদিকে ভারত ৭১ এর মত সহযোগীতার ডালী নিয়ে বাংলাদেশে প্রবেশ করার জন্য উন্মুখ , অপর দিকে ভারতের মিডিয়া জোরে সোরে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে পিলখানা গণহত্যার পিছনে পাকিন্তান এবং বাংলাদেশ জামাতে ইসলামী জড়িত রয়েছে ! বাংলাদেশের ভারতপন্থী গণমাধ্যম , ভারতীয় গোয়েন্দা সংস্থার পেইং এজেন্ট আমাদের তথাকথিত বুদ্ধিজীবী ও সাংবাদিক ঘটনা শুরুর সাথে সাথে বি ডি আরের পক্ষ অবলম্বন করে , এবং এক যোগে সেনা বাহিনীর বিরুদ্ধে বিষোদগার করতে থাকে । পাশাপাশি মির্যা আজম ও নানক সমঝোতার নামে সময় ক্ষেপন করতে থাকে, যাতে হত্যাকান্ড সম্পন্ন করে খুনিরা নিরাপদে পালিয়ে যেতে পারে । শেষ পর্যন্ত গণমাধ্যমের একাংশ এবং সরকারের দুই আলোচকের বিতর্কিত ভূমিকার কারণে ইতিহসের বর্বরোচিত ও ঘৃন্য হত্যাকান্ড সম্পন্ন করে হাজার হাজার বিডিআর পালিয়ে যেতে সক্ষম হয় । মজার ব্যাপার হলো , খুনিরা পালিয়ে যাওয়ার সাথে সাথে সরকার ও মিডিয়ার এই একাংশের চেহারা পাল্টে যায় । তারা মুহুর্তেই সেনাবাহিনী ও নিহতদের জন্য উপচে পড়া দরদ নিয়ে মাতম শুরু করে দেয় । ততক্ষণে ভারতিয় মিডিয়া তাদের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে ঘটনার জন্য প্রথম বাংলাদেশ জামাতে ইসলামীকে পরক্ষণে আইএসআইকে দোষারোপ করতে থাকে । ভারতীয় মিডিয়ার বরাত দিয়ে বাংলাদেশের ভারতপন্থি মিডিয়াগলোও তা প্রচার করা শুরু করে । এর পর টক শো গুলো শেখ হাসিনার দূরদর্শিতা ও বিদেশী ও জঙ্গীদেরকে পিলখানা ট্রেজেডির সাথে সম্পৃক্ত করার এসাইনমেন্ট নিয়ে কাজ শুরু করে দেয় । ঘটনার দিন থেকে আজ পর্যন্ত চ্যানেল আই এর তৃতীয়মাত্রা , বাংলা ভিশণের জনতার মুখোমুখী ও রাকিন সংবাদ প্রতিদিনের প্রতিটি অনুষ্ঠান যদি কেউ পর্যালোচনা করে তাহলে আমার কথার যথার্থতা ফুটে ওঠবে ।

ভালো লাগলে শেয়ার করুন