সমীকরণটা পানির মত তরল ও টলটলা।

Submitted by WatchDog on Monday, January 1, 2024

নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচন করলে ক্ষমতা হারাইতে হইবো। এবং তাতে হাটে-মাঠে ঘাটে গনধোলাই খাওয়ার রাস্তা পরিস্কার হইয়া যাইবো।
এর চাইতে কি চুরি-বাটপারির নির্বাচন কইর‍্যা ক্ষমতায় থাকাটা ভাল না! এমন নির্বাচনের কারণে হয়ত পৃথিবীর কয়টা দেশের স্যাংশন খাইতে হইবো। তাতে কার কি এমন বাল ফালানি যাইবো! বিশেষ কইরা এত বছর ক্ষমতায় থাইকা যারা সম্পদের পাহাড় বানাইসে।
বিদেশি স্যাংশন কি হাসিনা পরিবারের ব্যাংক ব্যালেন্স কমাইতে পারবো? নাকি পারবো গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের জনৈক সম্পাদকের ২,০০০ কোটি টাকায় হাত দিতে? যা কামানোর তারা তা কামাইয়া নিসে। স্যংশন আইলে অনেকটা হরতালের মত ঘরে বইসা তারা মুড়ি খাইবো আর বীচি চুল্কাইবো।
গার্মেন্টস শিল্পের কয়েক লাখ শ্রমিকের পেটে লাথি লাগলে ছাত্রলীগ, আওয়ামী লীগের কি! চাইল-ডাইলের দাম, তেলের দাম, নুনের দাম, পোয়া মাছ-পুটি মাছের দাম বাড়লে আওয়ামী কোন ছাওয়ালের সোগায় কি কোন ব্যথা বাড়বো?
কক্ষনোই না।
ওদের পকেটে ম্যালা টেকা যা দিয়া আগামী ১শ বছর পেট পুইরা খাইয়া জাতির মা-বোনগো সুবোধ বালকদের মত ধর্ষণ করতে পারবো।
তাই তৈরি থাকেন সামনের ১শ বছরের জন্যে। হাসিনা গেলে হের পোলায় আইবো, পোলায় গেলে পোলার আধা বাংলাদেশি মাইয়া আইবো।
হাস ও তার উস্তাদের স্যংশন আওয়ামী লীগ থোরাই ক্ষতি করবো।
ক্ষমতা হারাইয়া রাস্তা-ঘাটে ন্যাংটা হওয়ার চাইতে আম্রিকান স্যাংশন অনেক উপাদেয় আওয়ামী লীগ নামের সঙ্ঘবদ্ধ সন্ত্রাষী চক্রের জন্যে। তাই তারা নির্বাচন করবো। জাল ভোটে বাক্স ভর্তি করবো। স্যাংশন খাইবো। সবই করবো, তয় ক্ষমতা ছাড়বো না কোন কালেই!

ভালো লাগলে শেয়ার করুন