যেতে নাহি মন চায়...তবু যেতে হয়!

Submitted by WatchDog on Saturday, November 28, 2020

মার্কিন নির্বাচনে ব্যপক ধরণের কারচুপি হয়েছে এমন অভিযোগের পক্ষে প্রমাণ করতে গিয়ে ট্রাম্প ও তার লিগ্যাল টীম বলছে, ৩রা নভেম্বরের নির্বাচন ছিল ভেনিজুয়েলার মৃত প্রসিডেন্ট হোগো চাভেস, তার উত্তরসূরী নিকোলাস মাদুরোর সাথে ডেমোক্রেটদের ষড়যন্ত্রের ফসল। ডেমোক্রেটরা নাকি ভেনিজুয়েলার কর্তৃত্ববাদী সরকারের আবিস্কৃত সফটওয়্যার ব্যবহার করে উলটে দিয়েছে নির্বাচনী ফলাফল। ট্রাম্প টীম অভিযোগ করছে, নির্বাচনী ব্যবস্থায় এই সফটওয়্যার ইনস্টল করায় সাহায্য করেছে তারই নিয়ন্ত্রনাধীন গোয়েন্দা সংস্থা এফবিআই ও সিআইএ।

একবিংশ শতাব্দির জিম জোন্স ট্রাম্পের এসব অলীক ও অবাস্তব অভিযোগ তার কোটি কোটি মুরীদ বিশ্বাস করছে। পাশাপাশি কনট্রিবিউট করছে ট্রাম্পের তহবিলে। এই তহবিল খোলা হয়েছে নির্বাচনী ফলাফল উলটে দেওয়ার লিগ্যাল এক্সপেন্সেস মেটানোর লক্ষ্যে। সমস্যা দেখা দিচ্ছে অন্য জায়গায়, ট্রাম্পের উকিলরা যেখানেই মামলা ঠুকছেন বিচারকগন ছুড়ে ফেলছেন সেসব মামলা। ফ্রেড এসেলম্যান নামের টেক্সাসের এক রিপাব্লিকান ডোনার ট্রাম্পের দাবিতে উজ্জীবি হয়ে আড়াই মিলিয়ন ডলার চাঁদা দিয়েছিলেন। এখন তিনি সে অর্থ ফেরত পাওয়ার জন্যে স্থানীয় আদালতে মামলা ঠুকেছেন। অভিযোগ করেছেন, মেরিটলেস মামলা ফুলিয়ে ফাপিয়ে ট্রাম্প ও তার সাগরেদরা দলীয় ডোনারদের প্রতারিত করছেন।

ভালো লাগলে শেয়ার করুন