মহান স্বাধীনতা

Submitted by WatchDog on Wednesday, December 18, 2019

বিজয় দিবস তখনই মহান যখন এই বিজয় মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সহ স্বাভাবিক জন্ম-মৃত্যু নিশ্চিত করে। বাংলাদেশের শাসন ব্যবস্থা এখন ফ্যাসিবাদী শক্তির কাছে জিম্মি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে আলী বাবা চল্লিশ চোরের শাসন। দেশকে মরা গরুর ভাগার বানিয়ে চেটেপুটে খাচ্ছে একদল ক্ষুধার্ত শকুন।

ভৌগলিক স্বাধীনতা কোন মানদণ্ডেই স্থায়ী স্বাধীনতা নয়। ১৯৪৭ সালেও আমরা স্বাধীন হয়েছিলাম। কিন্তু সে স্বাধীনতা আমাদের মৌলিক চাহিদা পূরণ করেনি। তাই ৭১'এ আবারও স্বাধীনতার প্রয়োজন বোধ করেছি। যুদ্ধ ও রক্তক্ষরণ শেষে মানচিত্র সর্বস্ব স্বাধীনতা নিশ্চিত হয়েছে ঠিকই। কিন্তু মৌলিক চাহিদা পূরণের স্বপ্ন অধরাই থেকে যায়। আজকের বাংলাদেশ ১০০ বছর পর একই বাংলাদেশ থাকবে এর কোন নিশ্চয়তা নেই। হয়ত পার্বত্য চট্টগ্রামের মত এর অনেক জেলা স্বাধীনতা চাইবে। এর অন্তর্নিহিত কারণও হবে মৌলিক অধিকার নিশ্চিত করণ।

'মহান স্বাধীনতা দিবস' আবেগ আর অসুস্থ দেশপ্রেমের জরায়ুতে জন্ম নেয়া এসব ফাঁপা শব্দ এক অর্থে স্বাধীনতার গ্লোবাল আন্ডারষ্ট্যাংডিংকেই অপমান করে।

নিজেদের স্বাধীনতা নিয়ে গর্ব করতে চাইলে আগে দেশ হতে ফ্যাসিবাদ উচ্ছেদের দাবি তুলুন।

ভালো লাগলে শেয়ার করুন