'বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে..."

Submitted by WatchDog on Tuesday, December 22, 2009

Beder Meye Josna

‘আমি যখন রান্‌তে বসি বন্ধু বাজায় বাঁশি
রান্ধাবাড়া থুইয়্যা আমি কেমন কইর‌্যা আসি।‘

গানটার কথা মনে আছে আপনাদের? ’ভূবনখ্যাত’ বাংলা ছায়াছবি বেদের মেয়ে জোৎস্নার গান? নিশ্চয় মনে আছে, ভূলে গিয়ে থাকলে অথবা শুনে না থাকলে ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন http://www.youtube.com/watch?v=WFDm-jKGey0। গানে গানে নায়িকাকে কাছে ডাকছে নায়ক, কিন্তূ প্রেমের টানে সাড়া দিতে নায়িকা বেরুতে পারছেনা ঘর সংসারের কারণে। নায়িকা তো পরের কথা, এমন টানে বাংলা সিনেমার গাই পর্য্যন্ত ষাড়ের কাছে ছুটে যেতে বাধ্য হয়। স্বভাবতই জোৎস্নাকে আটকে রাখা যায়নি! ’৭৫ হতে ’০৯ - এতগুলো বছর ধরে আজরাইলও তাদের প্রেমে হাবুডুবু খাচ্ছে, ইনিয়ে বিনিয়ে প্রেম নিবেদন করছে, কাছে ডাকছে ,কিন্তূ কাজ হচ্ছিলনা। কারণ তারা ব্যস্ত। ফরেন সার্ভিস, রাজনীতির মাঠ, ব্যবসা-বানিজ্য, বোমাবাজী, ফটকাবাজী, এ সব নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে উনাদের সময় হয়নি প্রেমিক আজরাইলের ডাকে সাড়া দিতে। নায়ক আজরাইলকে বেশীদিন বঞ্চিত রাখলে তিনি যে ভিলেন হয়ে যেতে পারেন এমনটা বোধহয় প্রেমিককুল আন্দাজ করতে পারেনি! বাস্তবেও হল তাই, এ ছবির ফাইনাল সিকোয়েন্স নিয়ে রূপালী পর্দায় খুব শীঘ্রই হাজির হচ্ছেন আজরাইল, তবে এ যাত্রায় নায়ক নন বরং ভিলেন হয়ে। পরোয়ানা এসে গেছে হাতে। প্রমের দু’একটা কানাগলি পার হওয়া এখনও বাকি, সে পথ মাড়ানো শেষ হলেই বাবাজি রাজরাইল বুকে জড়িয়ে ধরবেন প্রেমিকবর বজলু, ফারুখ, দুই মহিউদ্দিন ও শাহরিয়ারকে। প্রেমের রশি জড়িয়ে হেচকা টানে কাছে টেনে নেবেন, সাথে গেয়ে উঠবেনঃ

’তুমি জোৎস্না হেথা দিয়েছিলে কথা
তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা’

বাবাজিদের সামনে কি ভেসে উঠবে নাবালক রাসেলের ভয়ার্ত চোখ? গর্ভবতী স্ত্রীর আর্তনাদ কি ইন্নালিল্লাহে অ-ইন্নালিলায়ে রাজেউন হয়ে তাড়া করবে? বাংলা সিনেমার শেষটা হতে হয় মিলনের, প্রেমিককুল কেন বঞ্চিত হবে এমন সমাপ্তি হতে এ প্রশ্নে আজরাইল বাবাজি বলেন, ওদেরও মিলন হবে এবং তা হবে তাদেরই দোসর জিয়া, তাহের, মঞ্জুর আর খালেদ্‌দের সাথে। পাঠক, আপনারা কি বেদের মেয়া জোৎস্নার শেষ পর্ব দেখতে আগ্রহী নন? তা হলে আসুন সরকার হুজুরের কাছে নিবেদন জানাই, আজরাইল এবং প্রেমিকাদের মহামিলনের দৃশ্য যেন আমাদের সড়াসড়ি দেখানো হয়। যুক্তরাষ্ট্রের অকলোহমা অংগরাজ্যের ফেডারেল বিলডিং উড়িয়ে অনেকের জীবন কেড়ে নিয়েছিল টিমোথি ম্যাকভেই। ২০০০ সালে আজরাইল-ম্যাক্‌ভেই প্রণয় লাইভ দেখানো হয়েছিল টিভিতে। এমন একটা লাইভ শো কি আমরাও দাবী করতে পারিনা?

ভালো লাগলে শেয়ার করুন