যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদশী ভাই বোনদের দৃষ্টি আকর্ষন করছি

Submitted by Visitor (not verified) on Thursday, April 1, 2010

Climate Change Conference

যুক্তরাষ্ট্রে এখন Census 2010 অর্থাৎ আদম শুমারী চলছে। কোন ব্যাত্যয় না ঘটলে প্রত্যেক রেসিডেন্ট ডাকযোগে একটি ফর্ম পাবেন। ঐ ফর্মটি যথাযথ ভাবে পুরন করে যথাশীঘ্র রিটার্ন মেইলের খামে করে পাঠিয়ে দিন। ফর্ম পুরন করেন পাঠানো অপশনাল নহে,আইন। সুতরাং সবাইকে এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ফর্মে প্রত্যেক পরিবারের সদস্য সংখ্যা এবং প্রত্যেকের নাম বয়স এবং জন্মস্থান সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে। সর্বমোট ১০ টি প্রশ্ন সংযোজন করা হয়েছে।৯ নম্বর প্রশ্নে রেইস অর্থাৎ জাতীয়তা চাওয়া হয়েছে। ঐখানে other asian নামে একটি ঘর আছে।বাংলাদেশিরা ওই ঘরটিতে টিক চিহ্ন দিয়ে ঠিক তার নীচের ফর্ম্যাটে BANGLADESHI লিখবেন। আর একটি কথা এই আদমশুমারীর মাধ্যমে জনসংখ্যা নির্ধারন করা হবে। কে বৈধ আর কে অবৈধ এইসব প্রশ্নের কোন বালাই নেই। নির্ভয়ে সবাই এই ফর্ম পুরন করে পাঠিয়ে দিন। জাতিয়তার ক্ষেত্রে বাংলাদেশী লিখতে ভুল করবেন না। এই গননার মাধ্যমে কোন দেশে জন্মগ্রহনকারী কতজন যুক্তরাষ্ট্রে আছেন তা জানা যাবে। সুতরাং আমাদের দেশের জন্য ইহা গুরুত্বপুর্ন।
কেউ ইচ্ছা করলে অনলাইন থেকে ফর্মটি ডাওনলোড করে প্রিন্ট নিতে পারেন। আরো তথ্যের জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন।

http://2010.census.gov/2010census/how/interactive-form.php

ফর্মের জন্য এখানে ক্লিক করুনঃ
http://2010.census.gov/2010census/pdf/2010_Questionnaire_Info.pdf

তথ্য সহযোগীতায়ঃ ভুমিহীন জমিদার এবং ওয়াচডগ।

ভালো লাগলে শেয়ার করুন