Crime & ???

জোটের আমলে গ্রাম সরকারের লুটপাট

স্থায়ী কমিটির বৈঠকে তদন্তের নির্দেশ

।। ইত্তেফাক রিপোর্ট ।।

জোট সরকারের আমলে গ্রাম সরকারের মাধ্যমে খরচ করা সরকারের ১৩৫ কোটি টাকার সিংহভাগই লুটপাট হয়েছে বলে ধারণা করছে জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক থেকে খরচের বিষয়গুলো তদন্তের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে কমিটি। ২০০৩-০৪ থেকে ২০০৬-০৭ অর্থ বছর পর্যন্ত গ্রাম সরকারের অনুকূলে উন্নয়ন সহায়তা হিসেবে সরকার ১৮১ কোটি টাকা বরাদ্দ দেয়।

গতকালের বৈঠক থেকে এ খাতের খরচ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া আগামী বৈঠকে টাকা খরচের খাত উল্লেখ করে থানা এবং ইউনিয়ন ভিত্তিক তালিকা দিতে মন্ত্রণালয়কে বলেছে কমিটি।

বৈঠক সূত্র জানিয়েছে, মূলত চারটি খাতে বরাদ্দকৃত টাকা খরচ করেছে গ্রাম সরকার। এর মধ্যে রয়েছে সেনিটেশন, জলাধার সংরক্ষণ এবং বৃক্ষ রোপণের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি অনুষ্ঠান এবং মেলা আয়োজন। বরাদ্দকৃত টাকার মধ্যে ২০০৩-০৪ অর্থ বছরে ২০ কোটি, ২০০৪-০৫ অর্থ বছরে ৪০ কোটি এবং ২০০৫-০৬ অর্থ বছরের ৬০ কোটি টাকার পুরোটাই খরচ করা হয়েছে। অন্যদিকে ২০০৬-০৭ অর্থ বছরের ৮১ কোটি টাকা বরাদ্দ করা হলেও তার পুরোটা খরচ করা সম্ভব হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ১৫ কোটি টাকা খরচের পর বাকি ৬১ কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ে ফিরিয়ে দেয়া হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি এডভোকেট রহমত আলী সাংবাদিকদের জানান, উত্থাপিত হিসাবের বাইরেও লুটপাট হয়ে থাকতে পারে। তদন্তে এগুলো বেরিয়ে আসবে।

বৈঠকে পৌরসভা ও সিটি কর্পোরেশন আইনের ওপর বিস্তারিত আলোচনা হয়। কমিটির পরবর্তী বৈঠকে সমবায় বিভাগ ও তার অধীনস্ত অধিদপ্তরগুলোর কার্যাবলী নিয়ে আলোচনা করা হবে।

এডভোকেট রহমত আলীর সভাপতিত্বের বৈঠকে অন্যানের মধ্যে কমিটির সদস্য হুইপ নূর-ই-আলম চৌধুরী, একেএম মোস্তাফিজুর রহমান, মোঃ আশরাফ আলী ও মোঃ আবুল খায়ের ভুঁইয়া উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানিয়েছে, উল্লেখিত চার বছরে সবচেয়ে বেশি খরচ হয়েছে কুমিল্লা জেলায় ৫ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া ময়মনসিংহ জেলায় ৪ কোটি ২৫ লাখ ৯৪ হাজার টাকা, টাঙ্গাইল জেলায় ৩ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা, কিশোরগঞ্জে ৩ কোটি ৩০ লাখ ৪৩ হাজার টাকা এবং বগুড়ায় ৩ কোটি ২৬ লাখ ১৮ হাজার টাকা খরচ করা হয়।