খেলারাম খেলে যাও

Submitted by WatchDog on Sunday, January 12, 2014

Bangladesh Election 2014

নির্বাচন নিয়ে এরশাদের সাম্প্রতিক নাটকের সাথে আমার কেন জানি দেশের স্বাধীনতা নিয়ে শেখ মুজিবের নাটকের কথা মনে করিয়ে দেয়। স্বাধীনতার প্রথম প্রহরে শেখ মুজিব পাকিস্তানীদের 'মেহমান' হয়েছিলেন মূলত দুটি সম্ভাবনার কথা ভেবে; প্রথমত, তিনি ভাল করেই জানতেন ইয়াহিয়া-টিক্কা খান গংদের একটা ফয়সালায় আসতেই হবে। এবং সে ফয়সালার কেন্দ্রবিন্দু হবেন তিনি নিজে। এ ক্ষেত্রে ফয়সালা উনার পক্ষে গেলে তিনি হতেন ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী/প্রেসিডেন্ট। দ্ধিতীয়ত, যুদ্ধ যদি লেগেই যায় এবং তাতে ভারত যদি এগিয়ে আসে ধরে নিতে হবে এ যুদ্ধে পাকিস্তানের পরাজয় অবধারিত। তার অর্থ পূর্ব পাকিস্তানের স্বাধীনতা। সে ক্ষেত্রেও তিনি হবেন প্রধানমন্ত্রী/প্রেসিডেন্ট। অর্থাৎ পাকিস্তানের মেহমানদারী উনাকে দুই ফ্রন্টেই ক্ষমতা নিশ্চিত করেছে। উনি যদি লাখ লাখ স্বদেশির মত যুদ্ধের প্রথম প্রহরে পালিয়ে ভারতে আশ্রয় নিতেন সে ক্ষেত্রে ঐক্যবদ্ধ পাকিস্তানের ক্ষমতা পাওয়াটা অনশ্চিত হয়ে যেত। যুদ্ধের মতিগতি কি হবে এমনটা ছিল পূর্বাভাষের ব্যাপার। যুদ্ধে ভারতের সম্পৃক্ততা এবং এর ফাইনাল ফলাফলও ছিল অনিশ্চিত। এমন একটা রিস্ক তিনি নিতে চাননি। এবার আসা যাক হোসেন মোহম্মদ এরশাদের কাছে। হাসপাতালে যাওয়া এবং গলফ কোর্সে গলফ খেলা ছিল দারুন একটা ছক। ধরা যাক ৫ই জানুয়ারীর নির্বাচন ভন্ডুল হয়ে গেল। কল্পনা করুন এরশাদের অবস্থান। ভন্ডুল না হওয়াতে উনার অবস্থান আমরা নিজেরাই দেখতে পাচ্ছি... অর্থাৎ দুই ক্ষেত্রেই তিনি সফল। অন্তত ক্ষমতার রাজনীতিতে। বাকিটা সময় হলেই দেখা যাবে।

ভালো লাগলে শেয়ার করুন