Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

Government

আমাদের রাজনৈতিক দেউলিয়াপনা

হাসনাত আবদুল হাই
একটি দেশের রাজনৈতিক দেউলিয়াপনা নানাভাবেই প্রকাশ পায়। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। বিভিন্ন সময়ে এর পরিচয় ও দৃষ্টান্ত দেখা গেছে। দুঃখের বিষয় রাজনীতির অতীত ইতিহাস থেকে আমাদের রাজনীতিবিদরা খুব কম শিৰাই গ্রহণ করেছেন। রাষ্ট্রের অন্যান্য শাখায় যাদের অবস্থান তারাও অতীত অভিজ্ঞতা মনে রেখে নিজেদের সংশোধন করেছেন বলে মনে হয় না।