কাদের মোল্লাঃ একটি প্রশ্ন ও উত্তর

Submitted by WatchDog on Friday, December 13, 2013

Kader Mollah

কল্পনা করুন এমন একটা বাস্তবতাঃ কাদের মোল্লার দল জামায়েত ইসলাম বিএনপির নেত্রীত্বে ১৮ দলীয় জোটের সদস্য না হয়ে শেখ হাসিনার নেত্রীত্বে ১৪ দলের জোটভুক্ত একটি দল। এবং তারা অংশগ্রহন করছে আসন্ন নির্বাচনে। কাদের মোল্লার ভাগ্যলিপি কি এভাবেই লেখা হত? এ প্রশ্নের উত্তরের ভেতরই হয়ত লুকিয়ে আছে যুদ্ধাপরাধী বিচারের আসল রহস্য। আসলে কাদের মোল্লার ৭১ সালের অপরাধের বিচার হয়নি, বিচার হয়েছে ২০১৩ সালের অপরাধের। সে অপরাধ আওয়ামী লীগের জোটভুক্ত না হওয়ার অপরাধ। মোল্লার অপরাধ ও শাস্তি পর্বের সমাধা হয়েছে রাজনৈতিক সমীকরণে। এখানে ৭১ সালের ভূমিকা মুখ্য ছিলনা, মুখ্য ছিল ২০১৩-১৪ সালের নির্বাচন ও ক্ষমতা।

ভালো লাগলে শেয়ার করুন