গোলাম হোসেনের দুদক ও মশিউরের পদ্মাসেতু, এবং বাংলাদেশের তদন্ত রহস্য...

Submitted by WatchDog on Sunday, November 4, 2012

Padma Bridget

দুদক কার্যালয়ঃ
- স্লামুলাইকুম স্যার? কিমুন আছেন স্যার? সব বালা তো স্যার?
- জ্বেল বালা। আপনেরা বালা তো? তদন্ত ফদন্ত চলছে তো ঠিকমত?
- জ্বে স্যার...আপনেগো দোয়ায় চলছে স্যা...
র।
- কি জিজ্ঞাইবেন জিগান।
- হে হে হে কি যে কন স্যার... আপনেরা হইলেন মানি গুনি লোক, আপনেগোরে আবার জিগান লাগবো?
- তয় সমন পাঠাইলেন কেনে?
- আরে কইয়েন না, দুনিয়া ব্যাংকের চুত...র ছাওয়ালরা জ্বালাইয়া ফেলাইতাছে। কিছু একটা না করলে মান ইজ্জত লইয়্যা টান দিব।
- কার মানইজ্জত, আপনের না আমার?
- ছে ছে ছে...এইডা আপনে কি কইলেন? আমগো আবার মানইজ্জত কি, বাংলাদেশে ইজ্জত বলতে একজনের ইজ্জতই বুঝায়। নামডা কি খুইল্যা কইতে হইব?
- ক্ষতি কি, খুইল্যা কন।
- আসতাগফেরুল্লাহ, যা কইছেন তা দ্বিতীয়বার উচ্চারণ কইরেন না। জ্বিহবা খইস্যা যাইব। মাথার উপর আসমান ভাইঙ্গা পরব।
- গোলাম হোসেন খালি নামে না, কামেও দেহি গোলাম হোসেন!
- হে হে হে ... সবঐ আপ্নেগো দোয়া স্যার।
- মুতে ধরছে, টাটকিডা কই?
- আমারে ফলু করেন।
- ঠিক আছে, এইবার আমি নিজেই পারমু।
- ছে ছে ছে ... এইডা কি কইলেন, আপ্নের মত সন্মানি মানুষকে যদি বদণা হাতে লইতে হয় জাতির মানইজ্জত বলতে কিছু থাকবোনা। চিন্তা কইরেন না, আপনি মুতেন, আমি চোখ বন্ধ কইরা রাখুম। পানির দরকার হইলে আওয়াজ দিয়েন। ঢালার কামডা কইরা নিজেরে ধন্য করতে চাই।
- এই না কইলেন এই দেশে ইজ্জত খালি একজনের। তাইলে জাতির ইজ্জত বলতে কি বুঝাইলেন?
- স্লিপ অব টাং স্যার। মহাভুল হইয়া গেছে। জাতি ফাতি সব বাজে কতা, মুখের ইতরামি। আউল ফাউল কথা বইল্যা আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাইনা স্যার। মুতে ধইর‍্যা থাকলে নির্ভয়ে মুতেন। আমি খারাইয়্যা রইলাম...
---- ---- ----
সাংবাদিক সন্মেলনঃ
তাইনে নির্দোষ। আবে জমজমের পানির মত টলটলা পরিষ্কার। হারিকেন দিয়া খুইজ্জা দেখছি, দুর্নীতির কুনু প্রমাণ পাওয়া যায়না।

এবং আজকের পত্রিকার খবরঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, ‘পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ করেছে বিশ্বব্যাংক। কিন্তু ওই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এখনো কারও বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পায়নি দুদক'। আজ রোববার সন্ধ্যায় দুদক কার্যালয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে গোলাম রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। আজ বেলা আড়াইটার দিকে মসিউর রহমান দুদক কার্যালয়ে যান। প্রায় তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। গোলাম রহমান বলেন, ‘দুদকের তদন্ত দল স্বাধীনভাবে কাজ করছে। তদন্ত দলের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ভালো লাগলে শেয়ার করুন