বিদ্যুতের নৌকা পাহাড় বাইয়্যা যায়

Submitted by WatchDog on Saturday, November 1, 2014

 photo 2_zps8b5047d4.jpg

বিদ্যুৎ নেটওয়ার্কের দুর্ঘটনা নতুন কিছু নয়। এমনটা হতেই পারে। ২০০৩ সালের ১৪ই আগস্ট নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রায় সবটাই ২৪ ঘন্টার জন্য অন্ধকারে নিমজ্জিত ছিল। সময়টা ছিল গ্রীষ্মকাল। গরমের প্রচণ্ড দাপটে জনজীবন অতিষ্ঠ। গোটা রাত ঘরের বাইরে কাটাতে বাধ্য হই। বাসার বিদ্যুৎ একদিন পর ফিরে আসলেও অনেক জায়গায় তা দু তিন দিন সময় নেয়। এ সময় নিউ ইয়র্ক শহরের বিদ্যুৎ দায়িত্বে নিয়োজিত কন এডিসন কোম্পানি বিভিন্ন মোড়ে লঙ্গরখানা খুলে তিন বেলা আহারের ব্যবস্থা করে দেয়। শহর ঝামেলা মুক্ত হওয়ার পর ফ্রিজে খাবার নষ্ট হওয়ার কারণে যারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে। আমি নিজেও ১৭৫ ডলার ক্ষতিপূরণ পাই। দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়ে বের করা হয় কানাডার সাথে সঞ্চালন লাইনের যে সংযোগ রয়েছে তার কোথাও হয়ত ত্রুটি দেখা দিয়েছিল। অবশ্য ধারণাটা ছিল প্রাথমিক। মুল কারণ এবং এর প্রতিকার নিয়ে কন এডিসনের কর্মপরিধি উপর আগ্রহ না থাকায় আর জানা হয়নি। সঞ্চালন নেটওয়ার্ক ও তার বিন্যাসের উপর যাদের সম্যক ধারণা আছে তাদের জানা থাকার কথা প্রতিবেশী দেশ অথবা প্রাইভেট কোম্পানি হতে উৎপাদিত বিদ্যুৎ নেটওয়ার্কে যোগ হওয়ার কেন্দ্রস্থলে থাকতে হয় একটা মিট পয়েন্ট। এই পয়েন্টে থাকে এইচটি/এলটি মিটারিং, থাকে হরেক রকম ব্রেকার। তা ছাড়া সঞ্চালন নেটওয়ার্কের বিভিন্ন পয়েন্টে থাকতে হয় দুর্ঘটনা নিরোধক সরঞ্জামাদি। এয়ার সুইচ ব্রেকার, ওয়েল সার্কিট রিক্লোজার যার অন্যতম। দুর্ঘটনায় সৃষ্ট অতিরিক্ত কারেন্ট এসব পয়েন্টে আঘাত করার সাথে সাথে সিকিউরিটি ডিভাইস গুলো কাজ করে এবং দুর্ঘটনা যাতে এসব পয়েন্টের বাইরে ছড়াতে না পারে তা নিশ্চিত করে থাকে।

জননী জন্মভূমির বিদ্যুৎ ব্যবস্থার আসল চিত্র তার বলয় হতে সহজে বাইরে আসেনা। কারণ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার কাজ যে কেবল বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ নয়, তার আসল কাজ পয়সা উৎপাদন ও তার নিরাপদ বিতরণ। ভেড়ামারা কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ তার মাঠ পর্যায়ের লুটেরাদের পকেট ঘুরে চলে যায় উঁচুতলার অনেক রংমহলে।,এসব পয়সা রেলের কালো বিড়ালদের বড় ভাই শ্বেত হস্তীদের রঙ তামাশার উপাদান যোগাতে সাহায্য করে। যার ট্রেইল ধরে হাঁটলে সুদূর আমেরিকা পর্যন্ত যাওয়া যাবে। রাজনীতি ও তার সহযোগী প্রশাসনের কাজে পরাজিত ও পর্যুদস্ত একটা জাতির জন্য ২৪/৭ নীরবিচ্ছন্ন বিদ্যুৎ আশ করা হবে চরম অন্যায়। আমাদের সমস্যা বিদ্যুতে নয়, সমস্যা অন্য জায়গায়, যার শিকড় অনেক গভীরে...


ভালো লাগলে শেয়ার করুন