Waka Waka... & ইট ওয়াজ টাইম ফর আফ্রিকা!

Submitted by WatchDog on Monday, July 12, 2010

World Cup Soccer

শেষ হয়ে গেল বিশ্বকাপ ফুটবল। ওয়াকা ওয়াকা নাটকের শেষ অংক অনুষ্ঠিত হল স্পেন ও হল্যান্ড দলের অংশগ্রহনের মধ্য দিয়ে। মাসব্যাপী অনুষ্ঠিতব্য এ নাটকে শেষ হাসি স্পেন হাসলেও আসল জয় হয়েছে মানবতার। বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদ আর শত শত সংগঠন বছরের পর বছর চেষ্টা করেও যা পারেনি সে কাজটাই করেছে এবারের বিশ্বকাপ ফুটবল। বরাবরের মত দেশ, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিশ্বের কোটি কোটি মানুষকে কটা দিনের জন্যে হলেও একত্র করতে পেরেছে জনপ্রিয় এই খেলা। সুদূর দক্ষিন আমেরিকার দেশ ব্রাজিল আফ্রিকার জোহানেসবার্গের মাঠে হেরে বিদায় নিচ্ছে, আর সে শোকে মাতম করছে বাংলাদেশের সীমান্ত শহর তেঁতুলিয়া। একমাত্র ফুটবলের পক্ষেই বোধহয় এমনটা সম্ভব ছিল।

বিশ্বকাপ ফুটবলে নতুন ইতিহাস লেখার জন্যে স্পেনকে অভিনন্দন। পাশাপাশি অভিনন্দন সাড়া বিশ্বের কোটি কোটি ফুটবল পাগল মানুষকে যারা হাজার ব্যস্ততার মাঝেও বিশ্বস্ত থেকেছে নিজ দলের প্রতি। ২০১০ হতে ২০১৪। চারটা বছর অপেক্ষার পর আবারও ফিরে আসবে জনপ্রিয় এই আসর। এ যাত্রায় আসর বসবে দক্ষিন আমেরিকার দেশ ব্রাজিলে। ওয়াকা ওয়াকা হতে সাম্বা, ভুভুজেলা হতে পান্ডেইরো, আগত ৪ বছর এ ভাবেই লেখা হবে ফুটবলের ইতিহাস। যে যেখানেই থাকুন ভাল থাকুন, সুস্থ থাকুন এবং নতুন আসরের আগ পর্যন্ত বিশ্বস্ত থাকুন নিজ দলের প্রতি।

সময় করে এখানটায় ঘুরে যাওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ।

ভালো লাগলে শেয়ার করুন