ম্যাসেজ ইন জানাজা

Submitted by WatchDog on Wednesday, January 28, 2015

Koko's death

জনগণকে সাথে নিয়ে বিএনপি-জামাত জোট মোকাবেলা করার আওয়ামী রণহুংকার কিছুটা হলেও ধাক্কা খেয়েছে আরাফাত রহমান ককোর জানাজায়। স্বদলীয় হাইব্রিড ও বহুগামী বাম নেতাদের ইদানীংকালের কথাবার্তায় মনে হচ্ছিল দেশ হতে বিরোধী জোট নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ক্ষমতার মসনদ ভোগ করা এখন তাদের জন্য ডালভাত। যানবাহনে আগুন এবং যাত্রীদের জীবন্ত পুড়িয়ে মারার দায়-দায়িত্ব বিরোধীদের উপর চাপিয়ে তাদের একঘরে করার মিশনে কেবল আওয়ামী লীগই নয়, তাতে যোগ দিয়েছে রাষ্ট্রের পুলিশ, র‍্যাব ও বিজিবি। বন্দুকের ভয় দেখানো হচ্ছে। রাতের আধারে উঠিয়ে একে একে খুন করা হচ্ছে প্রতিপক্ষ দলের তৃণমূল নেতাদের। সরকারের প্রোপাগান্ডা মেশিনারীজ হতে বিরামহীন ভাবে প্রচার করা হচ্ছে এ মুহূর্তে দেশের একটাই মাত্র সমস্যা, যানবাহনে আগুন। যারা এসব করছে তাদের নির্মূল করা গেলেই নাকি রাতারাতি সমস্যার সমাধান হয়ে যাবে। সে লক্ষ্যেই ত্রাসের রাজত্ব কায়েমের ইঙ্গিত দিচ্ছে পুলিশ, র‍্যাব আর বিজিবির প্রধান গন। মিডিয়ায় আগুন আর পোড়া লাশের বিরামহীন প্রদর্শনী এবং তাদের জন্য সংসদে শেখ হাসিনার চোখের পানি আওয়ামী নেতাদের জন্য এমন একটা ধারণা সৃষ্টি করেছে দেশের ১৫ কোটি মানুষের সবাই এখন তাদের সাথে। বিরোধী দলের আন্দোলনকে জন-বিচ্ছিন্ন ধরে নিয়ে তাদের কোথায় এবং কিভাবে শায়েস্তা করা হবে এ নিয়ে গবেষণার অন্ত নেই আওয়ামী মহলে। ঠিক এমন সময় ঘটল ঘটনাটা। আরাফাত রহমান ককো কেবল জিয়ার সন্তান হিসাবেই এ দেশ পরিচিত ছিল। তাই তার মৃত্যু জাতীয় কোন ঘটনা হওয়ার কথা ছিলনা। বাস্তবেও হয়নি হয়ত। কিন্তু যা হয়েছে তা কেবল নেত্রী শোকের সহযাত্রী হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। জানাজায় অংশগ্রহণের জন্য বিএনপি-জামাত জোটকে ভাড়া করে লোক আনতে হয়নি। যানবাহনের ব্যবস্থা করা হয়নি। এ নিয়ে কোন প্রচারণাও চালানো হয়নি। তবু মানুষ এসেছে। এবং তা লাখে লাখে। মানুষ এসেছে স্বতঃস্ফূর্ত ভাবে। এ আগমন কেবল ককোর জন্য শেষ শ্রদ্ধা জানানোর উপলক্ষ ছিল ভাবলে ভুল হবে। বরং এ ছিল সশস্ত্র সরকারের বিরুদ্ধে নিরস্ত্র জনগণের নীরব প্রতিবাদ। জানাজায় যারা যোগ দিয়েছিল তাদের সবাই বিএনপি-জামাত জোটের সদস্য ছিল মনে করার কারণ নেই। ককোর জানাজা ছিল একটা সুযোগ এবং জনগণ সে সুযোগ ভালভাবেই গ্রহণ করেছে। বন্দুকের নলের মুখে মানুষের মৌলিক অধিকার হরণ এ দেশের মানুষ কোনদিনই সহজভাবে নেবেনা, ককোর জানাজায় লাখো মানুষের অংশগ্রহণের মাধ্যমে জনগণ কিছুটা হলেও ম্যাসেজ দিয়েছে অবৈধ সরকারকে।

ভালো লাগলে শেয়ার করুন