অদ্ভূত এক উটের পিঠে সওয়ার হয়ে চলছে বাংলাদেশ...

Submitted by WatchDog on Saturday, January 9, 2010

Students of Eden College, Dhaka

বাংলা ছায়াছবির কোন স্থির চিত্র নয়, দেশীয় নীল ছবির সমকামিতারও কমার্শিয়াল নয় এ ছবি। এ ছবি আমাদের শিক্ষাংগনের। জাতীয়তাবাদী ছাত্রদল (মহিলা স্কোয়াড) ইডেন কলেজ শাখার সদস্যরা মনে করেছে এ পথেই তাদের প্রায়ত নেতা শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব, এবং তা অতি সংক্ষিপ্ত সময়ে। ক্ষমতার মসনদে তখন জাতীয়তাবাদের পতাকা, শেরে বাংলাস্থ শহীদ জিয়ার মাজারে বিউগলের সূর ততদিনে উঠে গেছে বিপদজনক ডেসিবেলে। এককথায় বাংলাদেশ ভাসছে শদীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জ্বরে। রাজনীতি ও ক্ষমতার মধুমিলনের চরম মুহুর্তে জন্মভূমির অবলা নারীরা প্রথাগত সংগম পরিহার করে কেন কোরীয় তায়েকন্দ, হপকিডো কায়দায় মিলনে রপ্ত হয়েছে তা কেবল তারাই বলতে পারবে। আমরা যারা ম্যাংগো পিপল তাদের জন্যে এ ছবি খুবই পরিচিত ছবি। লুটপাটের হালুয়া রুটি নিয়ে এ লড়াই শুধু শিক্ষাংগন কেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে। এ লড়াই বংগভবন হাতড়ানোর লড়াই, এ লড়াই সংসদ দখলের লড়াই, এ লড়াই হাসপাতালে, চিড়িয়াখানায়, শৌচাগারে, বাসষ্ট্যান্ডে, রেলষ্টেশনে। ক্ষমতার পতাকা বদলের সাথে সময়ের সাহসী যোদ্বাদের চেহারায় আসে পরিবর্তন। এরা বাংলাদেশী হতে বনে যায় বাংগালী, শহীদ জিয়াকে আবর্জনায় ঠেলে ওখানে বসিয়ে দেয় আরেক মহান নেতাকে। এভাবেই অদ্ভূট এক উটের পিঠে সওয়ার হয়ে চলছে জননী জন্মভূমি বাংলাদেশ।


ভালো লাগলে শেয়ার করুন