দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!

Submitted by WatchDog on Thursday, January 5, 2012

শুরুটা খেলার মাঠে। এরপর মাঠের পানি গড়াতে গড়াতে চলে গেল দুরের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটার হাসপাতাল হতে উঠিয়ে আনার দাবিও জানালো অনেকে। এমনটাই ছিল অপরাধের গভীরতা। ছাত্রদের গায়ে হাত দেয়ার অপরাধে সরকার ও সেনাবাহিনী প্রধান উভয়কে তলব করছে সংসদীয় কমিটি, এবং তা ঘন ঘন। বিদেশ হতে শেখ মুজিব হত্যাকারীদের ধরে আনার মত দুই উদ্দিনকে ধরে আনার মনোভাবও প্রকাশ করছে অনেকে। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ছাত্রের গায়ে হাত তোলা আর দেবতাকে অপদস্ত করা সমান অপরাধ। ঐতিহ্যের ঝোলা বহনকারী এসব দেবতারা আছে বলেই নাকি বাংলাদেশ নামক দেশটা মাথা উঁচু করে আছে। গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এসব ছাত্রদের গায়ে হাত তুলে ১/১১’র উদ্দিন চক্র যে অপরাধ করেছিল তার বিচারের জন্যে রাজনীতিবিদ্‌দের পাশাপাশি দেশের সুশীল সমাজও বেশ সোচ্চার। ক্ষমতাসীন রাজনৈতিক দলের ক্ষমতার পথ পরিস্কার করার মেথর এই উদ্দিন চক্রকে মহিউদ্দিন খান আলমগীরদের দল কখন, কোথায় এবং কিভাবে ফাঁসিকাষ্ঠে ঝুলায় তা দেখার জন্যে আমাদের হয়ত ধৈর্য্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষার এই ইন্টারমিশনে আসুন নতুন কিছু দেখি। একই দেশ, একই ছাত্র এবং আবারও সেই উর্দি। পার্থক্যটা শুধু সময় ও কারিগরী মুনসিয়ানায়।

https://youtu.be/m21lWC5yH3o

তাদের দাবি ভারতকে ট্রানজিট দেয়ার কুফল দেখতে তারা সীমান্তে গিয়েছিল। বলার অপেক্ষা রাখে না এই তারা আর কেউ নয়, ঐতিহ্যের ঝোলা বহনকারী ছাত্রের কাফেলা। কিন্তু সীমান্ত ঐতিহ্যের ঝোলা বহনকারী উর্দিওয়ালারা বলছে ট্রানজিট নয়, ওরা এসেছিল প্রতিবেশি দেশের সোনালী উপহার ফেনসিডিল আনতে। এবং এখানেই শুরু দেবতা-উর্দিওয়ালা অধ্যায়ের নতুন পর্ব। আগের অধ্যায়ের নায়করা পালিয়ে গিয়ে বিদেশে আশ্রয় নিতে সক্ষম হয়েছিল, সুসংবাদ হল, এবারের নায়করা এখনও দেশে। সরকার প্রধান, প্রধানের পাইক পেয়াদা, উর্দিওয়ালাদের প্রধান সবাই এখন বহালতবিয়তে দেশে বিচরণ করছে। সংসদীয় কমিটি, জনতা মঞ্চের নায়ক খান আলমগীর সহ দেশের শুশিল সমাজ দেবতা অপমানের বিচারে এবার কতটা সোচ্চার হবে তা দেখার জন্যে অপেক্ষায় রইলাম।

ভালো লাগলে শেয়ার করুন